সাদা কাপড়ের দাগ তোলার মেডিসিন

আপনি কি সাদা কাপড়ের দাগ তোলার মেডিসিন সম্পর্কে জানতে চান? হ্যাঁ, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমরা এই আর্টিকেলের ভিতরে সাদা কাপড়ের দাগ তোলার মেডিসিন সম্পর্কে  গুরুত্বপূর্ণ ১০টি টিপস দিতে চলেছি। জানতে চাইলে আর্টিকেলটি সম্পূর্ণভাবে পড়তে থাকুন উপকৃত হবেন অবশ্যই।

সাদা-কাপড়ের-দাগ-তোলার-মেডিসিন

প্রতিদিনের ব্যবহারিক সাদা কাপড়ে দাগ লাগে। তার জন্য আমাদেরকে সাদা কাপড়ের দাগ তুলবো কিভাবে  তা নিয়ে বিশেষভাবে চিন্তিত থাকি। আর কোন চিন্তার কারণ নাই। এই আর্টিকেলের মধ্যে পেয়ে যাবেন কিভাবে আপনি সাদা কাপড়ের দাগ তুলবেন।

পেজ সূচিপত্রঃ সাদা কাপড়ের দাগ তোলার মেডিসিন

সাদা কাপড়ের দাগ তোলার কার্যকারী মেডিসিন

সাদা রং পছন্দ করেন না এমন ব্যক্তি খুঁজলে খুব কমই পাওয়া যাবে। সাদা রঙের পোশাক পড়লে তখনই ভালো লাগবে যখন পোশাকটি দাগ মুক্ত সুন্দর পরিষ্কার থাকবে। তার জন্য আমাদের প্রথমে জানতে হবে কিভাবে সাদা কাপড়ে দাগ তোলা যায়। জানতে হলে এই আর্টিকেল এর শেষ পর্যন্ত পড়তে থাকুন। সাদা কাপড়ে দাগ তোলার মেডিসিন সম্পর্কে। এই আর্টিকেল এর মধ্যে আমরা দশটি গুরুত্বপূর্ণ টিপস দিতে চলেছি সাদা কাপড়ের দাগ তোলার কার্যকারী মেডিসিন সম্পর্কে।


অনেক সময় দেখা যায় যে সাদা কাপড় পড়লে খাবারের দাগ, মশার কয়েলের দাগ এমনকি ঘামের দাগ লেগে গেছে। আপনি বুঝতেই পারেননি। তাই বলে কি আপনি পোশাকটি বাদ দিয়ে দিবেন? না কখনোই না। সাদা কাপড় থেকে দাগ তোলা খুবই সহজ। কারণ সাদা কাপড় থেকে রং উঠার কোন ভয় নাই। এই কারণে সাদা কাপড় থেকে দাগ তোলা খুবই সহজ কাজ। আপনি কিছু ঘরোয়া উপায় অবলম্বন করলেই খুব সহজে সাদা কাপড় থেকে তুলতে পারেন।

বেকিং সোডা দিয়ে সাদা কাপড়ের দাগ তোলার উপায়

কাপড়ের অনেক পুরনো দাগ তোলার ক্ষেত্রে বেকিং সোডা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে খাবারের দাগ, ফলের রসের দাগ, কয়েলের দাগ দাগের মতো আরো কঠিন দাগের সমাধান করার জন্য বেকিং সোডা বেশ কার্যকারী। বেকিং সোডা দাগ তোলার ক্ষেত্রে প্রথমে তার একটি মিশ্রণ তৈরি করে নিতে হয়। মিশ্রণটি হবে বেশ গাঢ়। যদি পাতলা হয় সেক্ষেত্রে ভালোভাবে কাপড়ের দাগ উঠতে চাইবে না। কিভাবে সাদা কাপড়ের দাগ দূর করা যায়, বেকিং সোডার দিয়ে তৈরি করবেন নিচে তার বর্ণনা করা হলো।


৫ টেবিল চামচ বেকিং সোডা সঙ্গে ৩ টেবিল চামচ পানি মেশাতে হবে। তারপর চামচ দিয়ে ধীরে ধীরে নাড়াচাড়া করতে হবে। দেখতে হবে মিশ্রণটি ঘন এবং সঠিক ভাবে মিশেছে কিনা। তারপর কাপড়ের যে স্থানে দাগ লেগে আছে সেই স্থানে চামচ দিয়ে অথবা ব্রাশ দিয়ে মিশ্রণটি ঘন করে লাগিয়ে দিতে হবে। এবার ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষতে হবে। এরপর ২০ মিনিট এভাবে রেখে দিতে হবে। তারপর নরমাল তাপমাত্রার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার দেখবেন কাপড়ের দাগটি দূর হয়ে গেছে। এভাবে বেকিং সোডা দিয়ে সাদা কাপড়ের দাগ খুব সহজেই তোলা যায়।

সাদা কাপড়ের দাগ দূর করার মেডিসিন লবণ ও লেবুর রস

অনেক সময় দেখা যায় কাপড়ে তেলের দাগ, রক্তের দাগ, বর্ষার দিনে কাঁদার দাগ লেগে গেছে। কিন্তু সাদা কাপড়ে এইসব দাগ লেগে থাকলে খুবই খারাপ দেখায়। সাদা কাপড়ের দাগ তোলার মেডিসিন হিসাবে লবণ এবং লেবুর রসের মিশ্রণ খুবই কার্যকারী ভূমিকা পালন করে। এই ক্ষেত্রেও আপনাকে লবণ উষ্ণ গরম পানি এবং লেবুর রসের একটি মিশ্রণ তৈরি করতে হবে। সঠিকভাবে নিচে সাদা কাপড়ের দাগ তোলার জন্য উষ্ণ গরম পানি লেবুর রস এবং লবণের মিশ্রণটি সম্পর্কে বর্ণনা দেওয়া হল।

প্রথমে আপনি পানি হালকা গরম করে নিবেন। ১ টেবিল চামচ হালকা গরম পানিতে ৪ টেবিল চামচ লেবুর রস এবং এক টেবিল চামচ লবণ দিয়ে নাড়াচাড়া করতে হবে। এরপর দেখবেন মিশ্রণটি একটু সাদা প্রকৃতির হয়ে গেছে। এই মিশ্রণটি কাপড়ের যে যে স্থানে দাগ আছে, সেখানে লাগাতে হবে। এবং লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। তারপর ব্রাশ অথবা হাত দিয়ে খুব ভালোভাবে ঘষতে হবেঅ এরপর নরমাল তাপমাত্রার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখবেন খুব সহজেই আপনার সাদা কাপড়ে দাগ দূর হয়ে গেছে।

রিমুভার হলো সাদা কাপড়ের দাগ তোলার মাস্টার


আমরা অনেকেই জানিনা রিমুভার অর্থাৎ নেলপালিশ উঠানোর রিমুভার সাদা কাপড়ের দাগ তোলার  মাস্টার। অর্থাৎ সাদা কাপড়ের দাগ তোলার ক্ষেত্রে নেলপালিশ রিমুভার বিশেষভাবে কাজ করে। নেলপালিশ রিমুভার দিয়ে সাদা কাপড়ের দাগ খুব সহজেই তুলে ফেলা যায়। এর জন্য সঠিকভাবে রিমুভার দাগ যুক্ত কাপড়ে ব্যবহার করতে হবে। সঠিকভাবে ব্যবহার করতে পারলেই আপনার সাদা কাপড়ের দাগ দূর করার মেডিসিন হবে নেলপালিশ রিমুভার।


আমাদের প্রতিদিনের ব্যবহারিক সাদা কাপড়ে বিভিন্ন ধরনের দাগ হয়। যেমন চায়ের দাগ, কফির দাগ, ঘামের দাগ সহ ইত্যাদি ধরনের দাগ হয়। এইসব দাগ দূর করার ক্ষেত্রে নেলপালিশ রিমুভার ব্যবহার করতে পারেন। প্রথমে আপনি কাপড়ের যে স্থানে দাগ আছে ওই স্থানগুলোতে রিমুভার কিছুক্ষণ লাগিয়ে রাখবেন। তারপর ব্রাশ দিয়ে ভালো করে ঘষবেন । খেয়াল রাখবেন রিমুভার কাপড়ের যে স্থানে দাগ আছে সেখানে যেন খুব বেশি পরিমাণে থাকে। এরপর আপনি ৩০ মিনিট অপেক্ষা করে কাপড়টি ভালো করে ধুয়ে নিবেন। দেখবেন খুব তাড়াতাড়ি সাদা কাপড়ের দাগ দূর হয়ে গেছে।

হারপিক হলো সাদা কাপড়ের দাগ তোলার প্রধান মেডিসিন 

আপনার প্রিয় সাদা কাপড়টিতে দাগ হয়ে গেছে? চিন্তার কোন কারণ নাই। আপনার বাসায় থাকা হারপিক হতে পারে আপনার সাদা কাপড়ের দাগ তোলার গুরুত্বপূর্ণ মেডিসিন। হারপিক দিয়ে খুব সহজেই সাদা কাপড় থেকে দাগ তুলে ফেলা যায় প্রথমে আপনাকে কাপড়ের যেই স্থানে দাগ আছে সেই স্থানে হারপিক দিয়ে ঘষতে হবে এবং খুব ভালোভাবে ব্রাশ দিয়ে ঘষতে হবে। সাবধান ভুলেও হাত দিয়ে ঘষবেন না। কারণ এই ক্ষেত্রে হাত দিয়ে ঘষলে আপনার হাত জ্বলতে পারে।

হারপিক-হলো-সাদা-কাপড়ের-দাগ-তোলার-প্রধান-মেডিসিন

এই জন্য আপনাকে হারপিক দিয়ে ৫ থেকে ১০ মিনিট ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিতে হবে। তারপর নরমাল তাপমাত্রার পানি দিয়ে ধুতে হবে। এরপর দেখবেন আপনার সাদা কাপড়ে দাগ দূর হয়ে গেছে। সাদা কাপড় থেকে দাগ তোলার খুব সহজ একটি উপায় হল হারপিক। এটা আমরা অনেকেই জানিনা। হারপিক এভাবে ব্যবহার করলে সাদা কাপড় থেকে খুব সহজেই দাগ দূর হয়। আপনারা ব্যবহার করে দেখতে পারেন অবশ্যই উপকৃত হবেন।

হাইড্রোজেন পারক্সাইড  দাগ তোলার বিশেষ উপাদান

হাইড্রেজেন পারক্সাইড বা ব্লিচং পাউডার সাদা কাপড়ের দাগ দূর করার মেডিসিন। কাপড় থেকে খুব সহজেই হাইড্রোজেন পারঅক্সাইড বা ব্লিডিং পাউডার সাদা কাপড় থেকে খুব সহজেই দাগ দূর করে। তবে রঙিন কাপড়ের ক্ষেত্রে আলাদা। রঙিন কাপড়ে হাইড্রোজেন পারক্সাইড বা ব্লিচিং পাউডার ব্যবহার করলে কাপড়ের রং নষ্ট হতে পারে। তবে সাদা কাপড়ের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। হাইড্রোজেন পারক্সাইড বা ব্লিচিং পাউডার কাপড়ের যে স্থানে দাগ আছে সেখানে ভালো করে লাগাতে হবে।


এরপর ব্রাশ দিয়ে ভালো করে ঘষতে হবে। কিছুক্ষণ পর ঘষার পর, ৩০ মিনিট এভাবে রেখে দিতে হবে। ৩০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ব্লিচিং পাউডারের একটা গন্ধ আছে। এই গন্ধ দূর করার জন্য সামান্য পরিমাণ ডিটারজেন্ট দিয়ে কাপড়টি পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর দেখবেন আপনার সাদা কাপড়ের দাগ নিমিষেই দূর হয়ে গেছে সুন্দর পরিষ্কার। তবে এটি কেউ রঙিন কাপড়ের ক্ষেত্রে ব্যবহার করবেন না। রঙিন কাপড়ের ব্যবহার করলে রং নষ্ট হয়ে যেতে পারে। শুধুমাত্র এটি সাদা কাপড়ের ক্ষেত্রেই প্রযোজ্য।

ভিনেগার গুরুত্বপূর্ণ মেডিসিন সাদা কাপড়ের দাগ তোলার

সাদা তরল ভিনেগার দাগ দূর করার বিশেষ কাজ করে। তরকারির ঝোলের মতো কঠিন দাগ ও সাদা তরল ভিনেগার দূর করায় পারদর্শী। এবং আপনার কাপড়ের ও কোন ক্ষতি হবে না। কাপড়ের রং এবং গুণাগত মান সবকিছু ঠিক রেখে ভিনেগার দাগ দূর করার ওস্তাদ। তবে কাপড়ের দাগে সঠিকভাবে ব্যবহার করতে হবে। ভুল নিয়মে ব্যবহার করলে সম্পূর্ণভাবে দাগ না উঠতেও পারে। নিচে ভিনেগার কিভাবে ব্যবহার করবেন তার বিস্তারিত বর্ণনা দেওয়া হল।

প্রথমে আপনি একটি পাত্রে তিন টেবিল চামচ সাদা ভিনেগার নিবেন। তারপর সামান্য পানি মেশাবেন। এবার আপনার যে কাপড়ে দাগ আছে সেখানে চামচ দিয়ে সুন্দর করে মিশ্রণটি লাগিয়ে দিবেন। এভাবে লাগিয়ে রাখতে হবে কমপক্ষে ২০ থেকে৩০ মিনিট। আধা ঘন্টা পর আপনি ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিবেন। এরপর সাধারন তাপমাত্রার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার পোশাকটি কত সহজেই দাগ মুক্ত হয়ে গেছে।

লাইজল হলো সাদা কাপড়ের দাগ তোলার মেডিসিন

লাইজল হল সাদা কাপড়ের দাগ দূর করার গুরুত্বপূর্ণ মেডিসিন। আমরা সচরাচর বাসা বাড়িতে ঘরের মেঝের টাইস পরিষ্কার করার জন্য লাইসল ব্যবহার করি। কিন্তু আমরা এটা জানি না সাদা কাপড়ের দাগ দূর করার ক্ষেত্রে লাইজল বিশেষ কাজ করে। সাদা কাপড়ের দাগ দূর করার ক্ষেত্রে লাইজলের সঠিক ব্যবহার করতে হবে। আপনারা সবাই বাড়িতে লাইজল ব্যবহার করেন ঠিকই, তবে সেটি ঘরের মেঝে  পরিষ্কারের জন্য। কিন্তু একটি বার আপনারা সাদা কাপড়ে দাগে লাইজল ব্যবহার করে দেখেন। সাদা কাপড়ের দাগ দূর হবে অবশ্যই।

লাইজল-হলো-সাদা-কাপড়ের-দাগ-তোলার-মেডিসিন

প্রথমে আপনাকে সামান্য পরিমাণ পানির মধ্যে৪ টেবিল চামচ লাইজল মিশাতে হবে। এবং সেটি কাপড়ের দাগ যুক্ত স্থানে ভালো করে লাগিয়ে দিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর ব্রাশ দিয়ে ঘষতে হবে। এরপর ২০ মিনিট দাগযুক্ত স্থানটি লাইজল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এবার ভালো করে ঘষে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এরপর সামান্য পরিমাণ ডিটারজেন্ট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং পানি দিয়ে ধুতে হবে। দেখবেন আপনার সাদা কাপড় খুব সুন্দরভাবে দাগ মুক্ত হয়ে গেছে।

জেড ডিটারজেন্ট দিয়ে কিভাবে দাগ তোলা যায় জানুন

জেড ডিটারজেন্ট পাউডার শুধুমাত্র কাপড় পরিষ্কার করেই নয়, বরং এটি কাপড়ের দীর্ঘদিনের কালি, তেল, ঝোল, চা চায়ের দাগ সহ বিভিন্ন ধরনের দাগ দূর করতে কার্যকারী উপাদান। এর জন্য আপনার লাগবে ৪ টেবিল চামচ জেড ডিটারজেন্ট পাউডার কিছুটা কুসুম গরম পানি। একটি পাত্রে ভালোভাবে মিশাতে হবে এরপর দাগযুক্ত কাপড়ের উপর ভালো করে লাগাতে হবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর ব্রাশ দিয়ে ঘষতে হবে দাগ যদি গভীর হয় তাহলে যেড ডিটারজেন্ট  পাউডারের সাথে একটু টুথপেস্ট ব্যবহার করতে হবে।

আরো পড়ুনঃ কাপড়ের ছাপ দেওয়ার নিয়ম


টুথপেস্ট এবং ডিটারজেন্ট পাউডার এক চামচ ভালো করে মিশাতে হবে। এবং যেখানে দাগ আছে ,সেই স্থানটিতে ভালো করে লাগিয়ে রাখতে হবে২০ মিনিট। ২০ মিনিট পর ব্রাশ দিয়ে ভালো করে ঘষতে হবে। এরপর নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। দেখবেন আপনার পছন্দের সাদা কাপড়ের দাগটি আর নাই। তবে রঙিন কাপড়ের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। রঙিন কাপড়ের এই উপাদানটি ব্যবহার করলে কাপড়ের রং নষ্ট হতে পারে। তবে সাদা কাপড়ে ব্যবহার করলে কোন ক্ষতি হবে না।

লেখকের মন্তব্যঃ সাদা কাপড়ের দাগ তোলার মেডিসিন সম্পর্কে

উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, সাদা কাপড়ের দাগ তোলার মেডিসিন সবগুলোই খুবই কার্যকরী। তবে লেখকের মতে বেকিং সোডা দিয়ে কাপড়ের দাগ তোলা সহজ উপায় মনে হয়েছে। এবং ৮ নম্বর টা ভিনেগার দিয়ে কাপড়ের দাগ উঠানোর নিয়মটা বেশি ভালো এবং সহজ মনে হয়েছে। এই দুইটা লেখকের মতে অল্প সময়ে বেশি কার্যকারী বলে মনে হয়েছে। আপনারা সবাই উপরিক্ত বিষয়গুলোর যেটা ভালো লাগবে সেটা ব্যবহার করে দেখতে পারেন আপনার সাদা কাপড়ের দাগ নিমিষেই দূর হয়ে যাবে।

যদি এই আর্টিকেল কোন ভুলত্রুটি হয়ে থাকে তাহলে  আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনারা এই বিষয় গুলো থেকে উপকৃত হন তাহলে লাইক, কমেন্ট করেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন ও পরিচিতদের সাথে শেয়ার করেন।সর্বশেষ বলা যায় যে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। দাগ মুক্ত কাপড় মানুষষের মনকে ভালো করে দেয়। এ বিষয়ে বলা যায় যে, পরিষ্কার কাপড়, পরিস্কার মন,সুস্থ থাকুক সবার জীবন।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

তানহা এম জেড নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url